![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/dfzh-2008231404.jpg)
সালমানকে বিয়ে করতে চান জারিন
বলিউডের সুপারস্টার সালমান খানকে বিয়ে করতে চান জারিন খান। সম্প্রতি এক সাক্ষাতকারে এমনি তথ্য জানিয়েছেন জারিন খান নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাতকারে জারিন খানকে জিজ্ঞেস করা হয়েছিল সালমান খান, করণ সিং গ্রোভার ও গৌতম রোদের মধ্যে কাকে বিয়ে করতে চান?
উত্তরে অভিনেত্রী বলেন, করণ ও গৌতম দুজনেই যেহেতু বিবাহিত, তাই তিনি সালমানের সঙ্গেই সম্পর্কে জড়াতে চান। তিনি বলেন, সালমানের সঙ্গে আমার বিয়ে হচ্ছে এমন গুজব ছড়াতেও খুব ইচ্ছে করে।