You have reached your daily news limit

Please log in to continue


ফেসবুক লাইক, বুষ্টের নামে প্রতারণার ফাঁদ!

১০ হাজার ফেসবুক লাইক মাত্র ১৬৫০ টাকা। ফেসবুকে এমন অবাস্তব বিজ্ঞাপন প্রচার করছে একটি ফেসবুক পেইজ। বিজ্ঞাপনটি দেখে পেইজ লাইকের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেন আবীর হোসেন নামের এক ক্ষুদ্র বিক্রেতা। পেইজটির এডমিন ইমতিয়াজ হোসেন জানান, তারা ৫ দিনে ১০ হাজার লাইক করে দেবেন। তবে পুরো টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে। আবীর হোসেন প্রস্তাব দেন- তিনি অর্ধেক টাকা আগে দেবেন এবং ৫ হাজার লাইক পাওয়ার পর বাকি বাকি টাকা দেবেন। আবীরের প্রস্তাবে রাজি হন পেইজটির অ্যাডমিন ইমতিয়াজ। এরপর ইমতিয়াজের দেয়া নাম্বারে ৮০০ টাকা বিকাশ করেন আবীর। কিন্তু বিকাশ পাওয়ার পরই বদলে যায় ইমতিয়াজের ব্যবহার। তিনি জানান, পুরো টাকা না দিলে বিজ্ঞাপন দেওয়া হবে না। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আবীর তার ৮০০ টাকা ফেরত চাইলে ইমতিয়াজ জানান, ‘অ্যাডভান্স দিয়ে অ্যাড স্ট্যার্ট করা হয়েছে, বাকি টাকা দিলে লাইক আসা শুরু হবে।’ এরপর আবীরের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন ইমতিয়াজ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন