অরিত্রীর আত্মহত্যা: দুই শিক্ষিকার জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা
ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাহউদ্দিন হাওলাদার জানান, আজ রোববার এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। একজন সাক্ষী ভিকটিমের মা সাক্ষ্য দিতে আদালতে আসেন। আর আসামিরা হাজির হননি এবং তাদের পক্ষে আইনজীবীরা কোনো পদক্ষেপ নেননি। তাই বিচারক ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম তাদের জামিন বাতিল করে ভিকটিম অরিত্রীর মা বিউটি অধিকারীর সাক্ষ্য গ্রহণ করেন। এরপর আগামী ২৩ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।