You have reached your daily news limit

Please log in to continue


পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা সংসদের বৃক্ষরোপণ

.tdi_2_ef7.td-a-rec-img{text-align:left}.tdi_2_ef7.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা কমান্ডের উদ্যোগে গতকাল শনিবার পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। এতে বিশেষ অতিথি ছিলেন সংসদের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মশীহুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জসীম উদ্দিন চৌধুরী, সদস্য মো. ইদ্রিছ, জয়নাল আবেদীন, আলমগীর হাসান, নুরুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাকির হোসেন, আবদুস সবুর, আলাউদ্দিন, খাইরুল ইসলাম, রহম আলী, এডভোকেট জহির আহমদ, এডভোকেট জানে আলম, মো. নুরুন্নবী, ফসিউল আলম, আবুল কালাম, জাগির আহমদ, এজাহার মিয়া, মাহবুব আলম, নুরুল আলম টেন্ডল, মোহাম্মদ আবুল কালাম, শফিউল আলম, জাহিদ হোসেন, জানে আলম, জাফর আহমদ, মিজানুর রহমান সজীব, কাজী রাজীশ ইমরান, রিপন চৌধুরী, মোহাম্মদ মুছা, মো. শাহজাহান, সাইফুল ইসলাম, মো. জামশেদ আলী শাহীন, মো. মুক্তার ইসলাম, আরিফুল ইসলাম, মো. ঈছা, দিলীপ কান্তি মজুমদার, মো. হারুন, এডভোকেট সৈয়দ মাহমদ হোসেন, আলী হায়দার, ইমতেয়াজ সুমন, সাদ্দাম হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_564.td-a-rec-img{text-align:left}.tdi_3_564.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন