কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৭ মার্চের ভাষণ মুখস্থ বলে স্বর্ণ পেল ওরা

দৈনিক আজাদী সীতাকুণ্ড প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ১০:৫৮

.tdi_2_117.td-a-rec-img{text-align:left}.tdi_2_117.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর দেওয়া ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মুখস্থ বলে পুরস্কার হিসেবে এক ভরি স্বর্ণালংকার পেয়েছে সীতাকুণ্ডের তিন শিক্ষার্থী। গতকাল শনিবার বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে উপজেলার টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগ। জানা গেছে, অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার ২৫ জন শিক্ষার্থী অংশ নেয়। বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ছাত্রটিকে ৮ আনা ও অপর দুজনকে যথাক্রমে ৪ আনা করে স্বর্ণ পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা সাঈদ মিয়া, মোহাম্মদ শাহাজাহান, ঈসমাইল সিরাজী, নজরুল ইসলাম, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।.tdi_3_ffb.td-a-rec-img{text-align:left}.tdi_3_ffb.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও