‘মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রমাণ নেই’
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনের আগে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এর মধ্যে গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি নিয়েও আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনও কোনো সুরাহা হয়নি। এদিকে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে মার্কিন সিনেট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনের বিষয়বস্তু অস্বীকার করেছে মস্কো।