.tdi_2_16f.td-a-rec-img{text-align:left}.tdi_2_16f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});ইমরান খানকে তুলাধুনা করার দুই সপ্তাহ না যেতেই সুর বদলে ফেললেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়কের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন কিংবদন্তি এই ব্যাটসম্যান। মিয়াঁদাদ গত ১১ অগাস্ট নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন, পাকিস্তানের ক্রিকেট ধ্বংস করছেন ইমরান। এমনকি রাজনীতিতেও ইমরানকে চ্যালেঞ্জ করার কথা বলেছিলেন তিনি। দিন দুয়েক আগে মিয়াঁদাদের ভাগ্নে ও সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবালকে ঘরোয়া ক্রিকেটের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তানের বোর্ড। এরপর শুক্রবার পাকিস্তানের একটি টিভি চ্যানেলে দেওয়া মিয়াঁদাদকে দেখা গেল ভিন্ন রূপে। ‘কাউকে আঘাত করে থাকলে আমার বক্তব্যের জন্য আমি ক্ষমা চাইছি, বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে। আসলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের পারফরম্যান্সে আমি ক্ষুব্ধ ছিলাম। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বজুড়ে পাকিস্তানের সমর্থকদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে।’ ক্রিকেট ক্যারিয়ারে দীর্ঘদিন একসঙ্গে খেললেও ইমরানের সঙ্গে কখনও খুব সুসম্পর্ক ছিল না মিয়াঁদাদের।.tdi_3_4fa.td-a-rec-img{text-align:left}.tdi_3_4fa.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.