ট্রাম্প আমাদের দেশ ধ্বংস করে ফেলছেন
.tdi_2_2d1.td-a-rec-img{text-align:left}.tdi_2_2d1.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});গ্রামি পুরস্কার জয়ী মার্কিন গায়িকা বিলি আইলিশ যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দেশবাসীকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। অনলাইনে এক ভিডিও বার্তায় তিনি দর্শকদের ট্রাম্পকে ভোট না দিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে ভোট দেওয়ার পরামর্শ দেন। এ বছর গ্রামি পুরস্কার মঞ্চে ইতিহাস গড়া বিলি এর আগে কখনোই এতটা সরাসরি ভোট নিয়ে দর্শদের কিছু বলেননি। খবর বিডিনিউজের। গত ১৭ থেকে ২০ অগাস্ট ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। করোনাভাইরাস মহামারীর কারণে এবছর অনলাইনে সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনে অনলাইনে বিলি বলেন, ‘আপনাদের সবকিছু যে জগাখিচুড়ি পাকিয়ে আছে সেটা বলার জন্য আমাকে দরকার নেই। ট্রাম্প আমাদের দেশ এবং যা কিছু আমরা ভালোবাসি তার সবই ধ্বংস করে ফেলছেন। আমাদের এমন নেতা প্রয়োজন যারা জলবায়ু পরিবর্তন এবং কোভিডের মত সমস্যাকে অস্বীকার না করে সেগুলো সমাধানের চেষ্টা করবেন। এমন নেতা প্রয়োজন যারা পুরো সমাজ ব্যবস্থার গভীরে ছড়িয়ে থাকা বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবেন। ভোট দেওয়ার মাধ্যমেই এমন কাউকে বেছে নেওয়ার কাজ আমাদের শুরু করতে হবে।’ জো বাইডেনের প্রশংসা করে এই তরুণ গায়িকা এবং গীতিকার আরো বলেন, ‘আমাদের এমন কাউকে ভোট দিতে হবে যিনি বুঝতে পারবেন আমরা কতটা ঝুঁকিতে আছি। এমন একজন যিনি এমন একটি দল গঠন করবেন যারা আমাদের মূল্যবোধ কে গুরুত্ব দেবে। ট্রাম্পের বিরুদ্ধে এবং জো বাইডেনের পক্ষে ভোট দেওয়ার মাধ্যমেই এর শুরু করতে হবে। চুপ থাকা কোনো বিকল্প হতে পারে না এবং আমরা এটিকে এড়িয়ে যেতে পারি না।’.tdi_3_b11.td-a-rec-img{text-align:left}.tdi_3_b11.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});