You have reached your daily news limit

Please log in to continue


কর্ণফুলীর চরলক্ষ্যায় হিজরি নববর্ষে হামদ নাত অনুষ্ঠান

.tdi_2_4fb.td-a-rec-img{text-align:left}.tdi_2_4fb.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});কর্ণফুলী উপজেলার চরলক্ষ্য ইউনিয়নে আলা হযরত (রাঃ) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কেরাত, নাত, হামদসহ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার মুহাম্মদ সেকান্দরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমতিয়াজ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন মাওলানা রেজাউল মোস্তফা কাদেরী আত্তারী, বিশেষ অতিথি ছিলেন, নজরুল ইসলাম, মাওলানা সরওয়ার আলম, মামুনুর রশীদ মামুন, শায়ের আহমদ নূর ইউসুফ, নুরুল আবছার, গিয়াসউদ্দিন, নূরউদ্দিন, সুলতান উদ্দিন টিপু, মহিউদ্দিন, ইব্রাহিম, সাইফুদ্দিন, তৌহিদ, রিফাত।.tdi_3_bb1.td-a-rec-img{text-align:left}.tdi_3_bb1.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন