![](https://media.priyo.com/img/500x/https://dainikazadi.net/wp-content/uploads/2020/08/P3-02-1.jpg)
২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল
.tdi_2_115.td-a-rec-img{text-align:left}.tdi_2_115.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বিএনপি-জামাত জোট সরকার ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা করে এদেশ থেকে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর রহমতে শেখ হাসিনা সেই দিন প্রাণে বেঁচে গিয়েছিল। সেই চক্রটি এখনো শেখ হাসিনাকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা করেছিল। সে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। গত শুক্রবার পটিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জমান চৌধুরী, পৌরসভা মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সহসভাপতি আবদুল খালেক। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির ও রিটন নাথ মাষ্টারের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, মুজিবুর হক চৌধুরী নবাব, নুর আলম ছিদ্দিকী, রাজু দাশ হিরু, মোরশেদুল হক, মো. ফোরকান, আজগর আলী, বাহাদুর, মো. ফয়সাল, দিদারুল আলম, শাহ আলম মেম্বার, এনামূল হক মজুমদার, মিঠুন চৌধুরী, শীতল তালুকদার, মো. নাজিম উদ্দিন, শাহ আজিজ, শিমুল দে, শাহানা আকতার টিয়া, মো. মহিউদ্দিন, হারুন মাস্টার, আবদুল মাজেদ টিটু, রনধীর দে, মো. রাসেল, আনোয়ার তালুকদার, মো. শাহজাহান, আহমদ নুর সাগর মেম্বার, মাহাবুবুল হক, আনিসুল ইসলাম, মো. নাজিম, আলমগীর, বুলবুল হোসেন, ইকবাল, জামাল, আবু তাহের, মো. টিপু, এয়ার মোহাম্মদ, মাহফুজ, নুরুল ইসলাম, সাদ্দাম হোসেন, ফয়সাল জনি, মো. হুমায়ন, মফিজ, হেলাল, রাশেদ।.tdi_3_bb6.td-a-rec-img{text-align:left}.tdi_3_bb6.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});