ফের এনকাউন্টার বারামুলায়, খতম ১ জঙ্গি, চলছে অভিযান
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্রিরিতে আরও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। কর্ডন করে এলাকায় ঘিরে ফেলা হয়ে। এক বা দুই সন্ত্রাসবাদীর উপস্থিতি আঁচ পাওয়া গিয়েছে বলে খবর। চলতি সপ্তাহেই উত্তর কাশ্মীরে ৪ শীর্ষ লস্কর কমান্ডার-সহ ৫ সন্ত্রাসবাদীকে নিধন করেছে যৌথ বাহিনী। তাদের মধ্যে তিন সন্ত্রাসবাদীকে খতম হয়েছে ওই ক্রিরি এলাকাতেই। এদিনের এনকাউন্টারের পর এখনও অভিযান চালানো হচ্ছে বলে খবর।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিযান
- এনকাউন্টার
- জঙ্গি নিহত