স্বল্প মূল্যের একটি স্মার্টফোন নিয়ে এলো মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা নকিয়া। যার মডেল নকিয়া সি-৩। এ মাসের শুরুতে নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল চীনে লঞ্চ করে এই অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন।
নকিয়া সি-৩ ফোনে ৫.৯৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। আর এই ডিসপ্লের আসপেক্ট রেশিও এবং পিক্সেল রেজুলেশন ১৮:৯ এবং ১,৪৪০×৭২০। তাছাড়া এই ফোনে ১.৬ গিগাহার্টজ ক্লক স্পিডসহ ইউনিসক এসসি৯৮৬৩এ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সের জন্য আছে আইএমজি ৮৩২২ জিপিইউ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.