মুজিব কিল্লা প্রকল্পের সব কিছুতেই ধীরগতি
সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া ১ হাজার ৯৫৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে মুজিব কিল্লা প্রকল্প হাতে নেওয়া হয়েছে ২০১৮ সালে। একই বছরের ৯ অক্টোবর প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পায়। সাড়ে তিন বছর মেয়াদি প্রকল্পটি ২০২১ সালের ৩০ জুনের মধ্যে শতভাগ বাস্তবায়নের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হলেও ইতোমধ্যে প্রায় দুই বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত প্রকল্পের দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি। কেন হয়নি, তা খতিয়ে দেখতে ১২ আগস্ট গঠিত হয়েছে সংসদীয় কমিটি।
কমিটি গঠনের পর আরও ১০ দিন পেরিয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত (২১ আগস্ট) লিখিত কোনও চিঠি বা সার্কুলার পাননি কমিটির প্রধান এবং সদস্যরা। ফলে কাজ শুরু করতে পারেনি ওই কমিটি। কবে নাগাদ চিঠি বা সার্কুলার তারা হাতে পাবেন, আর কবে কাজ শুরু করবেন, আর কবেই বা প্রতিবেদন দেবেন তা এখনও অনিশ্চিত। প্রকল্প এবং কমিটি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।