কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বর্ষায় দাদের চুলকানি বেড়েছে? নির্মূলের কার্যকরী উপায় জানুন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ১৬:৩৯

দীর্ঘমেয়াদি এক চর্মরোগ হলো দাঁদ। এর প্রকোপে আক্রান্ত স্থান লাল হয়ে ছোপ হয়ে যায়। সেইসঙ্গে চুলকানি ও ব্যথায় ভুক্তভোগী অসহ্য হয়ে যায়। বর্ষাকালে যেকোনো চর্মরোগের মতো এর সমস্যাও অনেক বেড়ে যায়। চামড়ার উপর গোল চাকার মতো লালচে ক্ষতস্থান সৃষ্টি হয় এই রোগে। ক্ষতস্থানে চুলকানি হয়। ঘাড়, পায়ের পাতা, বগলে এই ধরনের ক্ষত হতে পারে। সেক্ষেত্রে পরিষ্কার জামা কাপড় পরতে হবে। ক্ষতস্থানে কাটা-ছেঁড়া করা যাবে না। অ্যান্টি-ফাংগাল ক্রিম লাগাতে হবে।

দাদ আসলে একটি ফাঙ্গাল ইনফেকশন যা আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে হয়ে থাকে। দাদ হলে কিন্তু উচিত যে সেইটা খুবই তাড়াতাড়ি সারিয়ে ফেলার। কারণ খুব জলদি দাদ ছোট জায়গা থেকে শরীরের আরো অনেক বড় জায়গাতে ছড়িয়ে পড়ে। তাই যত সম্ভব তাড়াতাড়ি দাদ সারিয়ে ফেলা উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও