নিজের অনলাইন প্রচারণায় ব্রিটিশ ব্যান্ড কুইনের গান ব্যবহার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিষয়টি ভালো ভাবে নেয়নি কিংবদন্তীসম ব্যান্ডটি। বিবিসি’র প্রতিবেদন বলছে, ট্রাম্পকে থামাতে চেষ্টা করছে কুইন, কিন্তু এতে এখনও সফল হয়নি। বোহেমিয়ান র্যাপসডিসহ যে গানগুলো এই ব্যান্ডটিকে রক মিউজিক ইতিহাসে স্থায়ী অবস্থান তৈরিতে সাহায্য করেছে তার অন্যতম ১৯৭৭ সালে প্রকাশ করা এই 'উই উইল রক ইউ'। অসম্ভব উদ্দীপনামূলক এই গানটি বরাবরই কুইন কনসার্টের স্থায়ী অনুসঙ্গ ছিল। রোলিং স্টোন ম্যাগাজিনের ২০০১ সালে করা শতাব্দীর শ্রেষ্ঠ গানের তালিকায় এর অবস্থান ছিল ১৪৬তম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.