করোনাকালে কেমন আছেন ‘জজ মিয়া’?
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ১৪:০৩
একুশে আগস্ট গ্রেনেড হামলায় চলে আসে জজ মিয়ার নাম৷ আসলে তিনি মোহাম্মদ জালাল৷ বিএনপি-জামায়াত জোট সরকারের সাজানো মামলায় ফেঁসে গিয়েছিলেন৷ করোনাকালে কেমন আছেন তিনি?২০০৪ সালের ২১ আগস্ট৷ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা করা হয়৷ দলের লোকদের মানববর্মে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী সেদিন প্রাণে রক্ষা পান৷ আগস্টের আরেক নৃশংসতার কথা জেনে প্রতিবাদে ফেটে পড়ে তখনকার বিরোধীদল আওয়ামী লীগের নেতা-কর্মীরা৷ এমন দিনে গুলিস্তানের হকার জালাল ঢাকায় ছিলেন না৷ নোয়াখালীর সেনবাগের গ্রামের বাড়িতে ছিলেন সেদিন৷