২১ অগাস্ট মামলা: তারেকসহ দণ্ডিত ১৬ জন এখনও পলাতক
দুই বছর আগে মামলার রায় হলেও আগে থেকেই তারেক রহমানসহ দণ্ডিত এই আসামিরা পলাতক। যাদের অবস্থান জানা, তাদের ফেরানো আর যাদের অজানা, তাদের হদিসও বের করতে সফল হয়নি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।২০০৪ সালে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় নানা প্রতিকূলতা পেরুনোর পর ২০১৮ সালের ১০ অক্টোবর রায় দেয় বিচারিক আদালত।ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয়।