বান্দরবানে দীর্ঘ পাঁচ মাস পর খুলছে পর্যটন স্পট
দীর্ঘ পাঁচটি মাস পর পর্যটনের অপার সম্ভাবনাময় বান্দরবানের সবগুলো ট্যুরিস্ট স্পট এবং আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট খুলে দেয়া হচ্ছে আজ শুক্রবার ২১ আগস্ট থেকে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সভায় সর্বসম্মতিক্রমে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম এ ঘোষণা দেন। প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা জানায়, করোনা ভাইরাসের প্রভাবে চলতি বছরের মার্চ মাস থেকে বান্দরবান জেলায় শতাধিক ছোট-বড় আবাসিক হোটেলে, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউজ দীর্ঘ পাঁচ মাস ধরে একটানা বন্ধ ছিলো। তালা ঝুলানো অবস্থায় ছিলো দর্শনীয় স্থান মেঘলা, নীলাচল, চিম্বুক, নীলগিরি, প্রান্তিকলেক, স্বর্ণমন্দির, নীলদিগন্ত, বগালেক, ন্যাচারাল পার্কসহ সবগুলো পর্যটন স্পট। পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট হস্তশিল্প, স্থানীয়দের ঐতিহ্যগত বৈচিত্র্যময় কোমর তাঁতের পোশাক-কাপড়ের ব্যবসা বাণিজ্যগুলো গত মাসে খুলে দিলেও পর্যটক না থাকায় বেচাকেনা ছিলো না। প্রায় দু’শতাধিকের বেশি ট্যুরিস্ট গাড়িও বন্ধ ছিলো দীর্ঘদিন। তবে সম্প্রতি পরিবহন, রেস্টুরেন্ট ও অন্যান্য দোকানগুলো খুলে দিলেও ব্যবসা বাণিজ্যগুলো পর্যটন নির্ভর হওয়ায় জমে উঠেনি। পর্যটক শূন্য পর্যটন নগরী বান্দরবান জেলাটি যেন প্রাণহীন ছিলো দীর্ঘ পাঁচটি মাস। তবে সকল পর্যটন স্পট এবং আবাসিক হোটেল খুলে দেয়ার সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে। ২১ আগস্ট শুক্রবার থেকে স্বাস্থ্য বিধি মেনে ভ্রমণপিপাসু পর্যটক এবং স্থানীয় দর্শনার্থীদের জন্য পর্যটন শিল্পের সবগুলো দুয়ার খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।.tdi_3_c22.td-a-rec-img{text-align:left}.tdi_3_c22.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});