কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ট্রাম্প অনুপযুক্ত ঝুঁকিতে মার্কিন গণতন্ত্র : ওবামা

দৈনিক আজাদী আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ০৭:৫০

.tdi_2_779.td-a-rec-img{text-align:left}.tdi_2_779.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে তার উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে রিপাবলিকান দলীয় এ প্রার্থী প্রেসিডেন্ট হিসেবে ‘উপযুক্ত নন’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মার্কিন গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে নভেম্বরের নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকেই ভোট দেওয়া দরকার। ওবামা করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রে এক লাখ ৭৩ হাজারেরও বেশি মৃত্যু, অর্থনৈতিক মন্দার কারণে লাখ লাখ মানুষের চাকরি হারানো এবং দেশে-বিদেশে মার্কিন গণতান্ত্রিক মূল্যবোধকে ভূলুণ্ঠিত করারও দায় ট্রাম্পকে দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ‘কাজ করার ব্যাপারে কোনো আগ্রহ দেখা যায়নি তার; ঐক্যবদ্ধ হওয়ার জায়গা খোঁজা, নিজের এবং নিজের বন্ধুদের ছাড়া প্রেসিডেন্টের ক্ষমতাকে কাজে লাগিয়ে কাউকে সাহায্য করার কোনো আগ্রহ দেখা যায়নি। প্রেসিডেন্টের কাজকে আরেকটি রিয়েলিটি শো বানিয়ে এবং একে ব্যবহার করে নিজের দিকে মনোযোগ টেনে নেওয়া ছাড়া তার অন্য কোনো আগ্রহ নেই’, বুধবার রাতে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনের তৃতীয় রাতে দেওয়া বক্তৃতায় ওবামা এমনটাই বলেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের সাধারণত উত্তরসূরীদের নিয়ে সমালোচনা করতে দেখা যায় না। ট্রাম্পের প্রথম মেয়াদের বেশিরভাগ অংশজুড়ে ওবামাও এ রীতি মেনে চলেছিলেন; তবে সামপ্রতিক সময়ে তাকে বেশ কয়েকবারই দায়িত্বরত প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করতে দেখা গেছে। খবর বিডিনিউজের। অবশ্য পূর্বসূরীকে আক্রমণের ক্ষেত্রে ট্রাম্পকে কখনোই তেমন দ্বিধান্বিত দেখা যায়নি। রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রায়ই ওবামার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন; যদিও সেসব অভিযোগের সপক্ষে কখনোই কোনো প্রমাণ দেননি তিনি। ওবামার বক্তৃতায় দুই দিন আগে একই সম্মেলনে তার স্ত্রী মিশেলের বলা কথারই প্রতিধ্বনি শোনা গেছে বলে জানিয়েছে রয়টার্স। সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের ‘অনুপযুক্ত’। তিনি সে লোক হতে পারেন না, যাকে আমাদের দরকার। ট্রাম্প এ কাজের জন্য যোগ্য নন, কেননা তিনি পারছেন না; আর তার ব্যর্থতার পরিণতি ভয়াবহ’, বলেছেন ওবামা। বুধবার রাতে দেওয়া বক্তৃতায় জো বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিসের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন ওবামা। বলেছেন, ‘তারা প্রত্যেক মার্কিনির বিষয়ে যত্নশীল।.tdi_3_9f9.td-a-rec-img{text-align:left}.tdi_3_9f9.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও