বৃষ্টিতেও থেমে নেই তামিমদের প্রস্তুতি

দৈনিক আজাদী শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ০৭:৪৮

.tdi_2_382.td-a-rec-img{text-align:left}.tdi_2_382.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});ক্রিকেটারদের কাছে সবচাইতে বড় খবর হচ্ছে শ্রীলংকা সফর। আর সে শ্রীলংকা সফরের জন্য নিজেদের প্রস্তুত করতে বেশ ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। সে ঘাম ঝরানো থামেনি গতকাল বৃষ্টির বাধা সত্ত্বেও। গতকাল বৃষ্টির মধ্যেই শ্রীলংকা সিরিজের প্রস্তুতি সেরেছেন চার টাইগার টেস্ট ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক ও তাইজুল ইসলাম। বৃষ্টি মাথায় নিয়ে ব্যাটিং, রানিং ও জিম সেশনে ঘাম ঝরালেন তৃতীয় ধাপের অনুশীলনের শেষ দিনে। দরজায় কড়া নাড়ছে বহুল প্রতীক্ষিত শ্রীলংকা সিরিজ। এই লক্ষ্যে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে টাইগারদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে। তাদের নিয়ে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে অনুশীলন ক্যাম্প। সেপ্টেম্বরের শেষে লংকাভিযানের উদ্দেশ্যে বিমান ধরবে টাইগাররা। সেই বিষয়টি বাংলাদেশ দলের সদস্যরা বেশ ভালো করেই মাথায় রেখেছেন বলে মনে হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই সকাল সকালই রানিংয়ে নেমে পড়েন তামিম ইকবাল। ঝিরিঝিরি বৃষ্টিতে সূচি মেনে ফিটনেসের কাজ সারলেন দেশসেরা এই ওপেনার। এরপর ইনডোরে চলে যান ব্যাটিংয়ের উদ্দেশ্যে। তামিম যখন ইনডোরে যাচ্ছেন মুশফিক তখন ব্যাটিং অনুশীলন শেষ করে বেরিয়ে আসেন। খানিক বিশ্রাম নিয়ে নেমে পড়লেন কিপিং ও ক্যাচিং অনুশীলনে। শেরে বাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের অদূরে টেনিস বলে প্রায় ৪০ মিনিট একনাগাড়ে চলল তার এই হাড়ভাঙা অনুশীলন। অবশ্য প্রথাগত কিপিং অনুশীলন বলা যাবে না। লন টেনিসের ব্যাট দিয়ে বল ছুঁড়ছিলেন সহকারী নাসির। আর তা গ্লাভসবন্দী করছিলেন মুশফিক। কিপিং অনুশীলন শেষে ক্যাচিং শুরু। মুশফিক যখন কিপিং অনুশীলন রত তখন একই ভেন্যুতে রানিং সারছিলেন টাইগার টেস্ট দলপতি মুমিনুল হক। ট্রেনার ডালিমের নির্দেশনায় মিনিট বিশেক রানিং শেষে মুমিনুল ফিরে গেলেন ড্রেসিংরুমে। মুমিনুল রানিংয়ে নামার কিছু আগে বৃষ্টিস্নাত স্টেডিয়ামে রানিং অনুশীলন করেছেন টেস্ট স্পিনার তাইজুল ইসলাম। প্রায় ৪০ মিনিট চলে তার রানিং । কিন্তু রানিং শেষে বৃষ্টির কারণে বোলিংটা করা হয়নি তাইজুলের। এছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব সূচি মোতাবেক ব্যাটিং ও জিম সেশনে সময় দিয়েছেন। বোলারদের মধ্যে সবার আগে হোম অব ক্রিকেটে এসেছেন শফিউল ইসলাম ও আল আমিন হোসেন। এরপর পর্যায়ক্রমে এসেছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। করোনাকালে ব্যক্তিগত অনুশীলনের তৃতীয় ধাপের অনুশীলনের শেষ দিনটা পেসারদের শুধু ফিটনেসে ঘাম ঝরিয়েই তুষ্ট থাকতে হয়েছে।.tdi_3_ff5.td-a-rec-img{text-align:left}.tdi_3_ff5.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও