কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাটহাজারীতে গণস্বাস্থ্যের গরীবের হাসপাতাল কার্যক্রম শুরু

দৈনিক আজাদী হাটহাজারী প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ০৭:৫৮

.tdi_2_af5.td-a-rec-img{text-align:left}.tdi_2_af5.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});হাটহাজারীতে গণস্বাস্থ্যের গরীবের হাসপাতাল করার জন্য জমিদাতা সৈয়দ আবদুল লতিফ সাথে ১৮ আগষ্ট সাক্ষাত করেন গণস্বাস্থ্যের এক প্রতিনিধিদল। গত জুলাই মাসে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে উক্ত হাসপাতাল দলিলমূলে দান করা হয়। এবিষয়ে সার্বিক সহযোগিতা করেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। সৈয়দ আবদুল লতিফের লালখানবাজার বাসভবনে সাক্ষাতকালে গণস্বাস্থ্যের তথ্য উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, হাসপাতালের দলিল সম্পাদনকারী আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট আবুল কাশেম, গণস্বাস্থ্য কেন্দ্রের ফাইন্যান্স ডিরেক্টর মীর নকীব, ফার্মাসিউটিক্যালসের এজিএম (বিপনন) মো. আতিকুর রহমান,ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. নাজমূল হক, গণস্বাস্থ্যের প্রকৌশলী লিটন কুমার দাস উপস্থিত ছিলেন। এসময় দাতার স্ত্রী কামরুন্নাহার, ডা. সুলতানা রৌশন নূরী, জাকির উল্লাহ, সমাজকর্মী এস এম রেজাউল করীম উপস্থিত ছিলেন। হাটহাজারীর নজু মিয়ারহাট এলাকায় গণস্বাস্থ্যের ট্রাষ্টি সন্ধ্যা রায়সহ ঢাকা থেকে আসা গণস্বাস্থ্যের কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। ২০১৪ সালে এলাকার অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য ১৩ শতক জমির ওপর ৯৫৭৬ স্কয়ার ফিটের তিন তলা গরীবের হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। গণস্বাস্থ্য হাসপাতাল কর্তৃপক্ষ আগামীতে ১৭টি কিডনি ডাইলাইসিস বেডে (তিন শিফ্‌ট) ৫১ জনকে স্বল্পমূল্যে ডাইলাইসিসের ব্যবস্থা করা হবে। জেনারেল চিকিৎসার জন্য ৯টি বেড ও ২ বেডের আইসিইউসহ ইমারজেন্সি ও উন্নতমানের অপারেশন থিয়েটারের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে হাসপাতালের উন্নয়ন কাজ শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ দেশের বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে গণস্বাস্থ্য গরীবের হাসপাতাল উদ্বোধন করা হবে ।.tdi_3_252.td-a-rec-img{text-align:left}.tdi_3_252.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও