কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বন্দরে জাহাজের ধাক্কায় গ্যান্ট্রি ক্রেন অকেজো

দৈনিক আজাদী চট্টগ্রাম বন্দর প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ০৬:৫৫

.tdi_2_798.td-a-rec-img{text-align:left}.tdi_2_798.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});চট্টগ্রাম বন্দরে জাহাজের ধাক্কায় কন্টেনার হ্যান্ডলিংয়ের সর্বাধুনিক ইক্যুইপমেন্ট ‘কী গ্যান্ট্রি ক্রেন’ অকেজো হয়ে গেছে। জেটিতে বার্থিং নেয়ার সময় বিদেশি একটি জাহাজ ক্রেনটিতে ধাক্কা দেয়। তবে ভাগ্যক্রমে জেটি রক্ষা পেয়েছে। নিউমুরিং কন্টেনার টার্মিনালের দুই নম্বর বার্থে থাকা ৮ নম্বর ক্রেনটি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ওই ক্রেন দিয়ে কন্টেনার হ্যান্ডলিং বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গতকাল দুপুর সোয়া ১২টায় বহির্নোঙর থেকে ‘মাউন্ট ক্যামেরন’ নামে একটি কন্টেনার জাহাজ নিউমুরিং কন্টেনার টার্মিনালের (এনসিটি) ৫ নম্বর বার্থে বার্থিং দেয়ার জন্য আনা হচ্ছিল। জাহাজটির নিজস্ব ক্রেন রয়েছে। এতে করে ক্রেন না থাকা পাঁচ নম্বর বার্থে নোঙর করে জাহাজটি থেকে কন্টেনার খালাস করার কথা। কিন্তু জাহাজটিকে পাঁচ নম্বর বার্থে নেয়ার সময় এনসিটি-২ নম্বর বার্থের সামনে টার্ন নেয়ার সময় কী গ্যান্ট্রি ক্রেনের বুমের সাথে ধাক্কা লাগে। এতে জাহাজের কোনো ক্ষতি না হলেও ক্রেনের বুমটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই ক্রেন দিয়ে কন্টেনার হ্যান্ডলিং বন্ধ রাখা হয়েছে। ‘কী গ্যান্ট্রি ক্রেনের’ বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতামতের পরই এই ক্রেনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক গতকাল জানিয়েছেন, জাহাজের ধাক্কায় বন্দরের এনসিটিতে ৮ নম্বর ‘কী গ্যান্ট্রি ক্রেনটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বন্দরের প্রকৌশল টিম ক্ষয়ক্ষতি নিরুপণ এবং ক্রেনটি সচল করার চেষ্টা করছেন। ঘটনার পর চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদসহ বন্দরের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ৮নং ক্রেনটি বন্ধ রাখা হয়েছে। বন্দরের অন্যান্য জেটিতে স্বাভাবিকভাবে কন্টেনার হ্যান্ডলিং চলছে। দুর্ঘটনার জন্য দায়ী জাহাজটিকে নিউমুরিং কন্টেনার টার্মিনালের পাঁচ নম্বর বার্থে নোঙর করা হয়েছে। ওই জাহাজের ক্রেন ব্যবহার করে কন্টেনার খালাস করা হচ্ছে। জাহাজের ধাক্কায় ক্রেন ক্ষতিগ্রস্ত করার ঘটনা তদন্তে ডক মাস্টার ক্যাপ্টেন আবু সুফিয়ানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মাঝে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটি গতকাল থেকেই কাজ শুরু করেছে। এই কমিটিই ঘটনার দায়দায়িত্ব এবং ক্ষয়ক্ষতি নিরুপণ করবে বলেও বন্দর সূত্র জানিয়েছে।.tdi_3_f85.td-a-rec-img{text-align:left}.tdi_3_f85.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও