![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/04/29/80ad9e773dd50eabe1864d9926cec317-5722a1274f07a.jpg?jadewits_media_id=89147)
বরকে এক মাসের জেল, কনের বাবার জরিমানা
বগুড়ার আদমদীঘিতে বাল্য বিয়ের ঘটনায় বরকে কারাদণ্ড এবং কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার উথরাইল চকসাবাজ গ্রামে কনের বাড়িতে এ অভিযান চালানো হয়। এসময় আদালত বর অন্তর চৌধুরীকে (১৯) এক মাসের কারাদণ্ড ও কনের বাবা ছহির উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জরিমানা
- কারাদণ্ড
- বাল্য বিয়ে