জার্মানির কিউর ভ্যাক-এর ভ্যাকসিনের দাম ১০-১৫ ইউরো

ডয়েচ ভেল (জার্মানী) জার্মানি প্রকাশিত: ২০ আগস্ট ২০২০, ১৭:০১

জার্মানির বায়োটেক প্রতিষ্ঠান কিউর ভ্যাক-এর করোনা ভ্যাকসিন ২০২১ সালের মাঝামাঝি নাগাদ প্রস্তুত হতে পারে৷ প্রতি ডোজের দাম পড়বে ১০ থেকে ১৫ ইউরো৷ ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফ্রানৎস-ভেরনার হাস৷ তিনি বলেন, এরই মধ্যে তারা কিছু বিষয় নিশ্চিত করেছেন৷ তাদের টিকায় স্বল্পমূল্যের কাঁচামাল ব্যবহার করা হয়েছে৷ ভ্যাকসিনের দামেও এর প্রতিফলন ঘটবে৷ ‘‘আমার ধারণা এটি ১০ থেকে ১৫ ইউরোর মধ্যেই থাকবে,’’ বলেন তিনি৷ ইউরোপের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে ভ্যাকসিনের অগ্রিম ক্রয় সংক্রান্ত আলোচনা চলছে বলেও জানান তিনি৷ তবে নির্দিষ্ট করে কোনো দেশের নাম জানাতে চাননি হাস৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও