![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/20/2a38458e20bb40ffef973d0f2d3915a6-5f3e56987d9b7.jpg?jadewits_media_id=1555315)
করোনা বুলেটিন চালুর সুপারিশ পরামর্শক কমিটির
দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত লাইভ স্বাস্থ্য বুলেটিন চালু রাখার সুপারিশ করা হয়েছে। করোনার সংক্রমণ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এই সুপারিশ করেছে। একই সঙ্গে সপ্তাহে একবার গণমাধ্যমের উপস্থিতিতে প্রশ্নোত্তর পর্ব থাকা উচিত বলেও মনে করে কমিটি।