করোনা পরীক্ষার ফি কমিয়ে পরিপত্র জারি
সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমানোর ঘোষণার একদিন পর পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে বৃহস্পতিবার (২০ আগস্ট) এ পরিপত্র জারি করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে বুধবার (১৯ আগস্ট) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঘোষণা দেন, সরকারি হাসপাতালে পরীক্ষার ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা এবং বাসা থেকে নমুনা নিয়ে পরীক্ষা ৫০০ টাকার স্থলে ৩০০ টাকা করা হচ্ছে।