মালিতে সেনাবাহিনীর ক্ষমতা দখলের নেপথ্যে যারা
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতাকে ক্ষমতাচ্যুত করা সামরিক বাহিনীর সেনারা অন্তর্বর্তীকালীন বেসমরিক সরকার প্রতিষ্ঠা করা এবং নতুন নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়েছে। খবর বিবিসি বাংলার।
সামরিক বাহিনীর ওই অংশের মুখপাত্র মন্তব্য করেছেন যে দেশ যেন আরও বিশৃঙ্খল পরিস্থিতির দিকে না যায় সে লক্ষ্যে তারা পদক্ষেপ নিয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে মালির সামরিক বাহিনীর একটি অংশের হাতে আটক হওয়ার পর প্রেসিডেন্ট কেইতা পদত্যাগ করেন।
তারও আগে কেইতা ও প্রধানমন্ত্রী বৌবেয়ে সিসেকে আটক করে রাজধানী বামাকোর একটি সামরিক ক্যাম্পে নিয়ে যায় বিদ্রোহী সৈনিকরা; যার নিন্দা জানিয়েছে ওই অঞ্চলের অন্যান্য দেশ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
মালির প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পেছনে দেশটির তিনজন সিনিয়র সেনা কর্মকর্তা প্রধান ভূমিকা পালন করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসি এই তিন সেনা কর্মকর্তা সম্পর্কে জানার চেষ্টা করেছে।