ভিডিও স্টোরি: প্রতারণার হেলথ কার্ড

যমুনা টিভি প্রকাশিত: ২০ আগস্ট ২০২০, ১৩:৪০

মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি হলো স্বাস্থ্যসেবা। অথচ জনবহুল এই দেশের প্রতিটি মানুষ সঠিক স্বাস্থ্যসেবা না পেলেও এই সেবাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক শ্রেনীর প্রতারক চক্র। যাদের কারণে চিকিৎসা না পেয়ে মানুষ ভুগছেন, আবার চিকিৎসা পেয়েও অনেকে মরছে। সরকার বরাদ্দ দিচ্ছে, মানুষ তার সহায় সম্বল শেষ করে টাকার যোগানও দিচ্ছে, তবু সমস্যার কমতি নেই এই খাতে। উন্নত বিশ্বের স্বাস্থ্যসেবায় প্রতিটি নাগরিকের রয়েছে হেলথ কার্ড। আর আমাদের দেশে এই হেলথ কার্ড নিয়ে প্রতারক চক্র চালাচ্ছে রমরমা ব্যাবসা। এ সব নিয়ে পর্ব- “প্রতারণার হেলথ কার্ড”। অনুষ্ঠানটি টেলিভিশনে প্রচারিত হয় ২০১৫ সালের মার্চ মাসে।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও