![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/20/206ef7207d5e30aa9798c7dc14404d08-5f3e0ab901721.jpg?jadewits_media_id=1555250)
ব্ল্যাকবেরি ফিরছে নতুন চমক নিয়ে
প্রথম আলো
প্রকাশিত: ২০ আগস্ট ২০২০, ১১:৩০
একসময়ের জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড ব্ল্যাকবেরির কথা মনে আছে নিশ্চয়ই? বাংলাদেশের বাজারে এই ফোনটির বেশ কদর ছিল। কিন্তু জনপ্রিয়তা হারিয়ে ব্ল্যাকবেরি আর মাঠে নেই। সুখবর হচ্ছে আগামী বছরে বাজারে আসছে ৫জি সুবিধাসম্পন্ন নতুন ব্ল্যাকবেরি ফোন। এতে ফিজিক্যাল কি–বোর্ড যুক্ত থাকবে। এ বছর টিসিএলের পক্ষ থেকে ব্ল্যাকবেরি নামটি ছেড়ে দেওয়ার পর নতুন একটি কোম্পানি ব্ল্যাকবেরি নামটির লাইসেন্স নিয়েছে।