![](https://media.priyo.com/img/500x/http://thesangbad.net/images/2020/August/20Aug20/fb_images/sangbad_bangla_1597896199.jpg)
করোনায় চাকরি হারিয়েছেন ১৭ লাখেরও বেশি তরুণ
করোনায় চাকরি হারিয়েছেন ১৭ লাখেরও বেশি তরুণ করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন বাংলাদেশে প্রায় ১৮ লাখ তরুণ চাকরি হারিয়েছেন বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের ওপর করোনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।