১০ ফুট বাই ৮ ফুট কক্ষে ১৫-২০ জন বন্দি, জায়গা হয় না মেঝেতেও
টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে রাখা হচ্ছে ধারণ ক্ষমতার অতিরিক্ত নিবাসী। অবস্থা এমনই যে ১০ ফুট বাই ৮ ফুটের ছোট একটি কক্ষের ভেতরে থাকতে বাধ্য হচ্ছে সর্বনিম্ন ১৫ জন বন্দি। কখনও এই সংখ্যা হয়েছে সর্বোচ্চ ২৮ জন! গাদাগাদি করে রাতযাপন, একই গোসলখানায় ৪/৫ জন একত্রে গোসল করা, অপরিচ্ছন্ন মেঝেতে থাকায় চুলকানিসহ নানা রোগে আক্রান্ত হওয়ার এমন অভিযোগ পাওয়া গেছে ওই কেন্দ্র থেকে সাজা খেটে বের হওয়া একাধিক কিশোরের কাছ থেকে। জায়গা সংকুলান হচ্ছে না এ কথা স্বীকার করেছে এই শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষও।