নির্মাতা ছটকু করোনা আক্রান্ত
.tdi_2_d35.td-a-rec-img{text-align:left}.tdi_2_d35.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নন্দিত চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ (৭৪)। গত মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বিষয়টি তিনি নিজে বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১২ আগস্ট আমার জ্বর আসে। এরপর জ্বর না কমাতে ১৫ আগস্ট করোনা টেস্ট করাই। ১৬ তারিখ রিপোর্ট পাই, পজিটিভ আসে। জ্বর সারছিল না, তাই আজ হাসপাতালে ভর্তি হয়েছি। তিনি আরো জানান, জ্বর ছাড়া আপাতত তার অন্য কোনো উপসর্গ নেই। চিকিৎসকরা তার শরীরের অন্যান্য টেস্ট করছেন। দেশবাসীর কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন ‘সত্যের মৃত্যু নেই’খ্যাত এই নির্মাতা।.tdi_3_ded.td-a-rec-img{text-align:left}.tdi_3_ded.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});