![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/resources/img/article/202008/522617_159.jpg)
কে এই লুকাশেঙ্কো, ‘ইউরোপের শেষ স্বৈরশাসক’
আলেকসান্ডার লুকাশেঙ্কোকে প্রায়ই বলা হয়ে থাকে ইউরোপের শেষ স্বৈরশাসক। গত ২৬ বছর ধরে তার ক্ষমতা শক্তভাবে ধরে রেখেছেন লুকাশেঙ্কো। কিন্তু গত নির্বাচনের পর থেকে তিনি ব্যাপক গণ বিক্ষোভের মুখে পড়েছেন। বিতর্কিত নির্বাচনী ফলাফলের পর থেকে তার ওপর পদত্যাগের চাপ বাড়ছে। লুকাশেঙ্কো ১৯৯৪ সালে দেশটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। একমাত্র ওই একটি নির্বাচনই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিবেচনায় অবাধ ও নিরপেক্ষ ছিল। এরপর লুকাশেঙ্কো পুনর্নিবাচিত হয়েছেন আরও পাঁচবার। যার মধ্যে রয়েছে এবছর নয়ই অগাস্টের সর্বশেষ নির্বাচন। সেই নির্বাচনে তিনি ৮০ ভাগ ভোট পেয়েছেন বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। এরপরই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশের জনগণ, নজিরবিহীন প্রতিবাদ দেখাতে পথে নেমেছে দেশটির মানুষ।