![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpope-francis-20200819201624.jpg)
ভ্যাকসিন অবশ্যই গরিবদের জন্য সহজলভ্য হতে হবে : পোপ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ২০:১৬
খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, করোনাভাইরাসের যেকোনও একটি ভ্যাকসিন সহজলভ্য হলে তা বিশ্বের সবচেয়ে দরিদ্রদের কাছে যেন পৌঁছায় সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে। বুধবার রোমে ভক্তদের উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, ধনীদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তিতে অগ্রাধিকার দেয়া হলে তা দুঃখজনক হবে। প্রত্যেকের জন্য সার্বজনীন না হয়ে এ ধরনের ধনী দেশ ও জাতির জন্য যদি ভ্যাকসিন সম্পত্তিতে পরিণত করা হয় তাহলে তা দুঃখজনক হবে।