![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-336404-1597844391.jpg)
আইইডিসিআরের পরিচালক সেব্রিনার স্থলে নিয়োগ পেলেন তাহমিনা
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার স্থলে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। তিনি বর্তমানে একই প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভাইরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।