ভাড়া কমিয়ে বেশি যাত্রী নিতে চান বাস মালিকরা
করোনাভাইরাসের কারণে ১ জুন থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল শুরু হয়। পাবলিক বাসে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে অর্ধেক আসন ফাঁকা রাখার নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এ কারণে বাস মালিকরা যেন ক্ষতির মুখে না পড়েন, সেজন্য বাস ভাড়া বাড়ানো হয় ৬০ শতাংশ। প্রায় আড়াই মাস পর এসে মালিকরা আর বাসের অর্ধেক আসন ফাঁকা রাখতে চাইছেন না। এর বদলে তারা আগের ভাড়ায় ফিরে যেতে চান।