সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের মনোকুপা গ্রামের চাঞ্চল্যকর খুনের মামলার আসামী প্রবীণ আওয়ামী লীগ নেতা ওয়াহাব আলী (৭০) কে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে সিলেটের গোয়ইনঘাট থানার হাওলদারপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই বিশ্বনাথ থানায় হস্তান্তর করে র্যাব। বুধবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়। প্রসঙ্গত, গত ২৩শে জুন মঙ্গলবার বিকেলে জমি-জমা সংক্রান্ত বিরুধের জের ধরে মনোকুপা গ্রামের মসজিদের মোতাওয়াল্লী হাজি মখলিস আলী (৬০) এবং তাদেরই আপনজন ওয়ারিছ আলী (৫৫) নিহত হন। মখলিছ আলী ঘটনাস্থলেই মারা যান। ওয়ারিস আলী সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। তাদের দু’জনের বাড়ি একই ইউনিয়নের মনোকুপা গ্রামের। খুনের ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। তবে নিহত মখলিছুর রহমানের পুত্র আকরাম হোসেন বাদী হয়ে অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলকে খুনের হুকুমদাতা হিসাবে আসামী করে ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.