![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/19/6d45f73ec87d0aba0df2675d2e4ad65c-5f3d0e2edeeac.jpg?jadewits_media_id=1555109)
৩ কিশোর হত্যায় কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) তিন কিশোর হত্যাকাণ্ডে কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় তদন্ত কমিটি। দুই সদস্যের এই তদন্ত কমিটি আজ বুধবার প্রতিবেদন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে। জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) যুগ্ম সচিব সৈয়দ নুরুল বাসির প্রথম আলোকে বলেন, 'শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যাকাণ্ডে কর্তৃপক্ষের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি।