![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/19/eddaea4d58dfa9dddd52b0c5dbadfd6c-5f3d00140705e.jpg?jadewits_media_id=1555095)
সিলেটের সব নদ–নদীর পানি কমছে
সিলেটের প্রধান নদী সুরমার সিলেট শহর পয়েন্টে পানি কমছে। গতকাল মঙ্গলবার থেকে পানি বেড়ে আর কমছিল না। প্রায় ২৪ ঘন্টা পর এ অবস্থার পরিবর্তন হয়েছে। সুরমার সিলেট শহর পয়েন্টসহ উৎসমুখের কানাইঘাটেও পানি কমছে। সুরমার পানি ধীরে কমলেও কুশিয়ারাসহ সীমান্ত নদ-নদীর পানি কমছে দ্রুত।