চুক্তির পরেও আমিরাতকে সর্বাধুনিক যুদ্ধ বিমান না দিতে আমেরিকার উপর ইসরাইলের চাপ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক চুক্তি করার পরও আবুধাবির কাছে মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি না করতে আমেরিকার ওপর চাপ সৃষ্টি করেছে তেল আবিব। সংযুক্ত আরব আমিরাতের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখা ইসরাইলের দু জন কর্মকর্তা ইসরাইলি পত্রিকা ডেইলি হারেৎজকে জানিয়েছেন, আমেরিকা যাতে সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি না করে সেজন্য ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে।