সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৭টি টাগবোট ক্রয়ের প্রস্তাব
রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) ১৭টি টাগবোট সংগ্রহের প্রস্তাব করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার (সিসিইএ) বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়েছে।বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে বিআইডব্লিউটিএর ‘৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ-২ (লট-১ ও লট-২) এর আওতায় ১৭টি টাগবোট সংগ্রহের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাব করে নৌপরিবহন মন্ত্রণালয়।