You have reached your daily news limit

Please log in to continue


অনলাইন ওষুধ ব্যবসায় পা রাখল রিলায়্যান্স, ৬২০ কোটি টাকায় কিনল নেটমেডস

অ্যামাজনের সঙ্গে টক্কর দিতে এ বার ই-ফার্মেসির দুনিয়ায় পা রাখল মুকেশ অম্বানীর রিলায়্যান্স। ৬২০ কোটি টাকার বিনিময়ে ভাইটালিক হেলথকেয়ার সংস্থার ৬০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে তারা। এর ফলে ভাইটালিকের ভর্তুকি প্রাপ্ত তিন সংস্থা ট্রেসারা হেলথ প্রাইভেট লিমিটেড, নেটমেডস মার্কেট প্লেস লিমিটেড এবং ডাঢা ফার্মা ডিসট্রিবিউশন প্রাইভেট লিমিটেডের ১০০ শতাংশ মালিকানা রিলায়্যান্সের হাতে উঠল। মঙ্গলবার রাতে নেটমেডসে বিনিয়োগের কথা ঘোষণা করে রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড (আরআরভিএল)। সংস্থার ডিরেক্টর ইশা অম্বানী বলেন, ‘‘প্রত্যেক দেশবাসীকে ডিজিটাল পরিষেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। তারই ফলস্বরূপ এই বিনিয়োগ। নেডমেডসের অন্তর্ভুক্তিতে রিলায়্যান্সের হাত আরও মজবুত হল। এর ফলে দেশবাসীকে সাধ্যের মধ্যে অথচ উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারব আমরা। ডিজিটাল পরিষেবার মাধ্যমে গ্রাহকের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর চাহিদাও পূরণ করা সম্ভব হবে।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন