করোনা পরীক্ষার ফি কমেছে
এনটিভি
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ১৩:৪৫
করোনাভাইরাসের পরীক্ষার ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে করোনা পরীক্ষার ফি কমানোর ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সর্দি-কাশিসহ করোনা উপসর্গ দেখা দিলেই সবাইকে পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বা না হওয়ার বিষয়টি নিশ্চিত হতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বারবার অনুরোধ করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে করোনা পরীক্ষা করতে পারে, এ জন্যই মন্ত্রণালয় ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বাড়িতে বসেও ফোন করে করোনা পরীক্ষার ব্যবস্থা রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ক্ষেত্র