কানাডার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড
কানাডার ইতিহাসে প্রথমবারের মতো অর্থ মন্ত্রণালয়ে কোনো নারী নিয়োগ পেয়েছেন। কানাডার নতুন অর্থমন্ত্রী হিসেবে ৫২ বছর বয়সী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে নিয়োগ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও-এর স্থলাভিষিক্ত হবেন। সংবাদ সংস্থা বিবিসির খবরে জানা যায়, মঙ্গলবার বিকেলে কানাডার রিডো হলে অনুষ্ঠিত হয়েছে ফ্রিল্যান্ডের শপথগ্রহণ।
অর্থমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগপর্যন্ত কানাডার উপ-প্রধানমন্ত্রী এবং আন্তঃসরকার বিষয়ক মন্ত্রীর দায়িত্বে ছিলেন ফ্রিল্যান্ড। এখন থেকে অর্থমন্ত্রীর পাশাপাশি তিনি উপ-প্রধানমন্ত্রীর পদেও থাকবেন, তবে প্রদেশগুলোর সঙ্গে সম্পর্কের দায়িত্বটি ডমিনিক লেব্ল্যাঙ্কের হাতে তুলে দেয়া হবে।