করোনায় আক্রান্ত হয়েছেন পরিচালক ছটকু আহমেদ
করোনায় আক্রান্ত হয়েছেন গুণী চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন তিনি। সেখানেই তার চিকিৎসা চলছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন এই নির্মাতা নিজেই। তিনি জানান, গেল কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলাম। সন্দেহজনক মনে হলে ১৫ আগস্ট করোনা পরীক্ষা করাই। এরপর ১৬ আগস্ট টেস্ট রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হই যে, আমি করোনা পজিটিজ।