বাড়ছে মামলা, বাড়েনি বিচারক
দেশে বিচারাধীন ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮ মামলা>> আপিল বিভাগে বিচারকপ্রতি মামলা ৩৯৩৬টি>> বিচারকপ্রতি ৫০৪১টি মামলা হাইকোর্ট বিভাগে >> অধস্তন আদালতে বিচারকপ্রতি ১৭৫০টি মামলা গত এক দশকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে অধস্তন সব আদালতে মামলার সংখ্যা বাড়লেও বাড়েনি বিচারকের সংখ্যা। এই সময়ে সর্বোচ্চ আদালতে বিচারকের সংখ্যা যা ছিল, তুলনামূলকভাবে তা আরও কমেছে। ২০১০ সালে আপিল বিভাগে ১১ জন বিচারপতি ছিলেন, এখন আছেন মাত্র ছয়জন। হাইকোর্ট বিভাগে বিচারক ছিলেন ১০২ জন, বর্তমানে আছেন ৯৭ জন।