কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুশান্ত স্মরণে আয়োজন, গাইছেন সাব্বির-আয়েশা মৌসুমী

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ০৬:৪১

.tdi_2_0d1.td-a-rec-img{text-align:left}.tdi_2_0d1.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});অকাল প্রয়াত নায়ক সুশান্ত শিং রাজপুত স্মরণে ভারতের ‘ই-সংস্কৃত’ আয়োজন করছে একটি লাইভ শো। আর এতে বাংলাদেশ থেকে যুক্ত হচ্ছেন এই প্রজন্মের দুই সংগীতশিল্পী সাব্বির জামান ও আয়েশা মৌসুমী। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির বাংলাদেশ অংশের সমন্বয়ক শারমিন নাহার লীনা। যিনি এনটিভির সংবাদ সঞ্চালনা ছাড়াও বৈশ্বিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। লীনা জানান, বলিউডের আইপিআইএঙ মুভিজ নিবেদিত ভারত-বাংলাদেশের শিল্পীদের নিয়ে বিশেষ আয়োজনটি সরাসরি সমপ্রচার হচ্ছে ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায়। প্রচার হবে ই-সংস্কৃত-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এরমধ্যে সুশান্ত সিং রাজপুতের সিনেমার দুটি গান রেকর্ড করেছেন সাব্বির জামান ও আয়েশা মৌসুমী। সাব্বির গেয়েছেন ‘কেদারনাথ’ ছবির ‘কাফিরানা’ গানটি। অন্যদিকে আয়েশা মৌসুমী গেয়েছেন ‘পিকে’ ছবির ‘চার কাদাম’। সাব্বির বলেন, সুশান্তের এই অকাল প্রস্থান বিশ্বের অনেকের মতো শিল্পী হিসেবে আমার মনেও দাগ ফেলেছে। সেই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে এমন আয়োজনের জন্য ই-সংস্কৃতিকে সাধুবাদ জানাই। ধন্যবাদ জানাই, অন্যদের সঙ্গে এই বিশেষ আয়োজনে আমাকে সংযুক্ত করার জন্য। এদিকে আয়েশা মৌসুমী বলেন, সুশান্তকে ঘিরে এই বিশেষ ট্রিবিউট অনুষ্ঠানে নিজেকে যুক্ত করতে পেরে ভালো লাগছে। এটা একদিকে সম্মানের, অন্যদিকে সুশান্তের প্রতি শ্রদ্ধা নিবেদনের অসাধারণ এক আয়োজন। কৃতজ্ঞতা জানাই লীনা আপুর প্রতি, যিনি আমাকে যুক্ত করেছেন এতে। আয়েশা মৌসুমীর সঙ্গে ‘চার কাদাম’ গানটি দ্বৈত কণ্ঠ দিয়েছেন বলিউডের প্লেব্যাক শিল্পী শংকর। এদিকে বাংলাদেশের সমন্বয়ক শারমিন নাহার লীনা জানান, এই আয়োজনে বাংলাদেশের পক্ষ থেকে আরও অংশ নিচ্ছেন ঘুঙরু ড্যান্স অ্যাকাডেমির সদস্যরা। অন্যদিকে ভারতের এক ডজন তরুণ শিল্পীও থাকছে এই আসরের নাচে-গানে।.tdi_3_6f0.td-a-rec-img{text-align:left}.tdi_3_6f0.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও