You have reached your daily news limit

Please log in to continue


পটিয়া গৌরাঙ্গ নিকেতনে জন্মাষ্টমী উৎসব

.tdi_2_6f8.td-a-rec-img{text-align:left}.tdi_2_6f8.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});পটিয়া কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচির মধ্যদিয়ে পটিয়া পৌর সদরস্থ গৌরাঙ্গ নিকেতনে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল- শ্রীকৃষ্ণের পূজা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, শিক্ষা উপকরণ বিতরণ, হত-দরিদ্র ও অস্বচ্ছল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, সমবেত প্রার্থনা। পটিয়া কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পুলক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক অজয় শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রণধীর দে। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_ffc.td-a-rec-img{text-align:left}.tdi_3_ffc.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন