কোম্পানীগঞ্জে খাস জমি দখলের মহোৎসব
কোম্পানীগঞ্জে দক্ষিণাঞ্চলে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাদলসহ একাধিক গ্রুপ হাজার হাজার একর সরকারি খাস জমি জবর দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও একাধিক সূত্রে জানা যায়, শ’ শ’ একর খাস জমি সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ এ সকল ভূমি জবর দখলকারীরা ভূমিহীনদেরকে উচ্ছেদ করে এবং নথিপ্রাপ্ত ভূমিহীনদেরকে ও বঞ্চিত করে ভয় দিয়ে তাদের জমিও জবর দখল করে নিয়েছে। সাবেক উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ক্ষমতার অপব্যবহার করে চর বড়ধলি ১৫ একর, চরপল্লবি-৪২, চরউমেদ, চর রমজান ৪৫ একর, চর কচ্ছফিয়া -২২ একর, আশ্রাফ হোসেন রভেন্স ৯০ একর, হানিফ পাটোয়ারী ১৫০ একর, আবদুল খালেক ৪০ একর, বেলাল হোসেন চর রমজানে ৪০ একর, সবুজ মিয়া চলবায়ুয়াতে ৫০ একর, হাসেম মেম্বর চলবায়ুতে ৪০ একর, নুর নবী চর উমেদে ৫৫ একর, আমির হোসেন ব্যাপারী চর বালায়, চর উমেদ, চর আমজাদসহ ১৩০ একর, আনোয়ার হোসে শামীম, সেলিল বাতানী, আলা উদ্দিন মিকার, আবদুল্লাহ, মানিক ব্যাপারী, আবদুল ওয়াদুদ হাফেজ, শেখ আবদুল্লাহ, সিরাজ মিয়া, ছিদ্দিক উল্যাহ, মানিক চাত্তার, নুর নবী, মজিবুল হক মেম্বার, সাকুরা মেম্বার- ৬০ একর, স্বপন চর লেংটা, চর রমজানে ৪৫ একর, রুহুল আমিন ৫০ একর, জয়নাল হাজারী চরবালুয়াতে ২৭০ একর, আশ্রাফ হোসেন রভেন্স চর উমেদ, চর রমজানে ৮০ একর, নাজিম ফকির ২০০ একর, আবদুল খালেক-৪০ একর, আনিছ কোম্পানী ২০ একর, ফয়েজ উল্যাহ ওসি-৩০ একর, বাহার চাপরাশি বাড়ি গাংছিলে ৬০ একর দখল করে। উপরোক্ত ব্যক্তিবর্গ প্রকৃত নথিপ্রাপ্ত ভূমিহীনদেরকে ভয়-ভীতি দেখিয়ে ভূমি থেকে বঞ্চিত করে। চরগুলো হলো- দক্ষিণ চর, চরএলাহী, উড়িরচর, চর বালুয়া, চর উমেদ, চর রমজান, চর গাজী মিজান, চর গাংচিল, চর মওদুদ, চর দক্ষিণ এলাহী, চর কচ্ছপিয়া, চর কলমি, চর লেংটা, গুচ্ছগ্রাম। এ ব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল জানান, আমার কাছে জবর দখলকৃত কোন সরকারি খাস জমি নেই। যদি উপযুক্ত প্রমাণ দেখাইতে পারেন, তাহলে আমি যেকোন শাস্তি মেনে নিব। জবর দখলকারী আশ্রাফ হোসেন রভেন্স জানান, আমরা বয়াসূত্রে আমরা ৯০ একর ভূমি দখলে আছি। হানিফ পাটোয়ারী জানান, যদিও খাস জমি বয়াসূত্রে আমি ১৫০ একর জমি দখলে আছি। এ ব্যাপারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, দক্ষিণাঞ্চলে বিভিন্ন চরে জবর দখলকারীর মূল হোতা সাবেক উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে খাস জমিগুলো জবর দখল হয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর জানান, অচিরে আমরা তদন্ত করে উপযুক্ত নথিপত্র বাছাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো
- ট্যাগ:
- বাংলাদেশ
- খাস জমি
- দখলের অভিযোগ