![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/18/eb89ea1b41dccfc2b52b4030d24ad47f-5e71a6b701286.jpg?jadewits_media_id=1518267)
ভিয়েতনাম ফেরত ১১৩ বাংলাদেশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে
ভিয়েতনামে আটকে পড়া ১১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টায় তাঁরা ইউএস বাংলা এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে করে ঢাকায় আসেন। ঢাকায় আসার পর তাঁদের সবাইকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনে পাঠানো হবে।